Hooghly: যাত্রী বোঝাই টোটোকে পিষে দিল ডাম্পার, মৃত কমপক্ষে ৭

মঙ্গলবার বড় দুর্ঘটনা ঘটে গেল বাংলায়। হুগলি (Hooghly)-তে গুড়াপে ডাম্পার, ই-রিকশার ধাক্কায় একসঙ্গে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে শিশু সহ কলেজ ছাত্রী রয়েছে। একটি…

মঙ্গলবার বড় দুর্ঘটনা ঘটে গেল বাংলায়। হুগলি (Hooghly)-তে গুড়াপে ডাম্পার, ই-রিকশার ধাক্কায় একসঙ্গে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে শিশু সহ কলেজ ছাত্রী রয়েছে। একটি ডাম্পার ও টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, একটি ডাম্পার গাড়ি টোটো গাড়িটিকে পিষে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ৭ জনের। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, গুড়াপের কাংসারিপুর জংশনে আচমকাই একটি ডাম্পার টোটোর উপর দিয়ে চলে যায়। ডাম্পারের চাকার নিচে পড়ে যাত্রীরা আহত হন। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। টোটো ভাস্তা থেকে গুড়াপের দিকে যাচ্ছিল। যাত্রীকে নিয়ে টোটো ডাম্পারের তলায় চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকরা। ডাম্পারের নিচ থেকে যাত্রীদের বের করে আনা হয়।

এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, টোটোয় ছিলেন, বিদ্যুৎ বেরা এবং তাঁর স্ত্রী প্রীতি বেরা, সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। দম্পতি দু’বছরের সন্তান বিহানকে নিয়ে যাচ্ছিলেন গুড়াপের দিকে। টোটোয় ছিলেন পাণ্ডুয়ার রামেশ্বরপুরের বাসিন্দা রামপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী নূপুর দাসও। মৃত্যু হয়েছে সৃজা ভট্টাচার্য নামে এক কলেজছাত্রীর। তাঁর বাড়ি ভাস্তারায়। মৃত টোটোচালকের বাড়িও গুড়াপেই।