চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা। গতকাল তৃণমূল নেতার বাড়িতে উপস্থিত হয় প্রতারিতরা৷ ওই তৃণমূল কংগ্রেস নেতার খোঁজ করতেই শুরু হয় বচসা৷ এমনকি পরিবারের সদস্যদের গাছে বেঁধে মারধরের অভিযোগ ওঠে৷ শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত ব্যক্তির নাম শিবশঙ্কর নায়েক। তিনি ভগবানপুর এক নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। কোটবাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্যা৷ শনিবার সকালে শিবশঙ্করের খোঁজে তাঁর বাড়িতে যান টাকা না পাওয়া চাকরিপ্রার্থীরা৷ সেই সময় ওই তৃণমূল নেতাকে না পেয়ে তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের বিরুদ্ধে৷
অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু এখন তাঁর খোঁজ মিলছে না। এমনকি গত এক বছর ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। দিনের পর দিন এধরনের ঘটনার পর এখন সর্বহারা।
<
p style=”text-align: justify;”>এক চাকরি প্রার্থীর বক্তব্য, দীর্ঘ ৫ বছর ধরে বাকি টাকা আদায়ের জন্য ঘুরে বেড়াচ্ছেন। এখনও বহু লক্ষ টাকা এখনও পায়নি। এর পর উনি আমাকে ঘুরিয়ে যাচ্ছেন। ওঁকে ফোন করলে খুনের হুমকি দেন। বাড়িতে এলে কুকুর লেলিয়ে দেন। অভিযুক্তের ছেলে ও বউকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিশ৷