বিধানসভায় বিরোধীদের হাঙ্গামায় শুভেন্দু অধিকারীসহ ৫ বিধায়ক সাসপেন্ড

রামপুরহাট ইস্যুতে সোমবার রণক্ষেত্র চেহারা নেয় বিধানসভা। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়ায় বিজেপি-তৃণমূলের বিধায়করা। এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল।…

রামপুরহাট ইস্যুতে সোমবার রণক্ষেত্র চেহারা নেয় বিধানসভা। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়ায় বিজেপি-তৃণমূলের বিধায়করা। এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল।

শুভেন্দু সহ সাসপেন্ড করা হয়েছে মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, শঙ্কর ঘোষ, দীপক বর্মণকে। এদিন বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, ‘সাদা পোশাকে পুলিশ দিয়ে প্রথমে হামলা চালায় তৃণমূল। স্পিকারের সামনেই আমাদের ওপর মারধর চালায় তৃণমূলের বিধায়করা। বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে।’

বিজেপির অভিযোগ, তাঁদের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে শারিরীক হেনস্থা করা হয়েছে। তাঁর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সেইসঙ্গে ভেঙে দেওয়া হয়েছে তাঁর চশমাও।

অন্যদিকে পুরুলিয়ার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোকে ফেলে পেটানোর অভিযোগ উঠেছে। চূচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আহত। তাঁর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে মেরেছেন । তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

এদিন স্পিকারের সামনেই দুই দলের বিধায়করা তুমুল হাতাহাতিতে জড়ান বলে অভিযোগ। ঘটনায় গর্জে ওঠেন স্পিকার। তিনি বলেন, এটা ভালো করছেন না আশংশধনীয় কাজ করছেন।