Nandigram: ভোটের ঠিক আগে নন্দীগ্রামে হুড়মুড়িয়ে ভাঙল বিজেপি

ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপিতে বড়ো ভাঙন। ৪৬ টি পরিবারের বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল। প্রায় ২০০ জন নেতাকর্মীর দলবদলে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলাতে। পূর্ব মেদিনীপুর…

Nandigram: ভোটের ঠিক আগে নন্দীগ্রামে হুড়মুড়িয়ে ভাঙল বিজেপি

ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপিতে বড়ো ভাঙন। ৪৬ টি পরিবারের বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল। প্রায় ২০০ জন নেতাকর্মীর দলবদলে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলাতে।

পূর্ব মেদিনীপুর জেলায় সমাবেশে ভাষণ দেওয়ার সময়‌ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, “গতবার, বিজেপি রাজ্যে ১৮টি লোকসভা আসন জিতেছিল। এবার, আমরা কমপক্ষে ৩৬টি আসনে জিতব। জনগণ সরকারের উপর আস্থা হারিয়েছে। আমার কথায় চিহ্নিত করুন, তিন মাস পরে টিএমসি সরকার টিকবে না। “

Advertisements

এই বক্তব্যে ক্ষমতায়ণ ধরে রাখার কথাই ভেবেছিল রাজনৈতিক মহল। কিন্তু তার এলাকাতেই ঘটছে পরপর বিজেপি ছাড়ার ঘটনা।