Accident: ভয়াবহ! দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪ পর্যটকের

পূর্ব মেদিনীপুর: ঘুরতে যাওয়াই কাল হল। আজ বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল বাংলায়। মৃত্যু হল অনেকের। সৈকত নগরীর দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ পর্যটকের। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।

Advertisements

   

যদিও পর্যটকদের এখনোও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদীয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন পর্যটক দিঘার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মারিশদা থানার পুলিশ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে।

Advertisements

ঘটনা প্রসঙ্গে মারিশদা থানায় ওসি প্রলয় চন্দ্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “দ্রুত গতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে অনুমান করছি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে,”