শুক্রবার ভার্চুয়ালি চিত্তরঞ্জন ন্যাশানাল কান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া। উদ্বোধনের পর আরও একটি বড় খবর সামনে আনলেন তিনি।
নতুন হাসপাতাল উদ্বোধনের পর ভাষণ দিতে গিয়ে মান্ডাভিয়া বলেন, এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসায় নতুন আলোর সঞ্চার করবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ক্যান্সার রোগীরা চিকিৎসা করাতে আসতে পারবে। বিশেষ করে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারত থেকে বহু ক্যান্সার রোগী বাংলায় এসে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠার সুযোগ পাবে। আগামীদিনে বর্ধমান, কলকাতা এবং মুর্শিদাবাদে আরও তিনটি ক্যান্সার হাসপাতাল খোলা হবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একযোগে এই কাজ করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারে আক্রান্ত শুনলেই অনেক রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে চান না। কিন্তু ক্যান্সার এখন আর কোনও মারণ রোগ নয়। চিত্তরঞ্জনের দ্বিতীয় ক্যাম্পাসে তুলনামূলক কম খরচে সেইসমস্ত রোগী চিকিৎসা করাতে পারবেন। নতুন এই হাসপাতালে সাড়ে চারশোর বেশী বেডের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, অত্যাধুনিক যন্ত্রপাতিও রয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে অবস্থিত চিত্তরঞ্জনের প্রথম ক্যাম্পাসে রয়েছে দুশোর কিছু বেশী বেড।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল তৈরিতে রাজ্যে ২৫ শতাংশ খরচ দিয়েছে বলে জানান তিনি।