হাঁসখালি ধর্ষণ কাণ্ড (Hanskhali Rape) নিয়ে জল গড়িয়েছে বহুদূর। সিবিআই তদন্ত করছে। তিন জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃতদের বিরুদ্ধে অভিষেক, নির্যাতিতার পরিবারকে হুমকি ও প্রমাণ লোপাট। ধৃতরা মূল অভিযুক্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদের একজনের কণ্ঠস্বর শোনা গিয়েছিল ভাইরাল অডিওতে। এমনটাই জানিয়েছে CBI
হাঁসখালি ধর্ষণকাণ্ডে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। আর সেই অডিও ক্লিপ নিয়েই মূল অভিযুক্ত ৩ প্রতিবেশীর সঙ্গে কথা বলে সিবিআই। ৪ এপ্রিল ওই জন্মদিনের পার্টিতে প্রতিবেশী আরও এক যুবকের নিমন্ত্রণ ছিল। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানায়, ওই জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ থাকলেও যাননি। ১৬ এপ্রিল সেই প্রতিবেশিকেই গ্রেপ্তার করেছিল সিবিআই।
এমনকি এই ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দাবি করেছিল, নির্যাতিতাকে হয়তো জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছিল, বাড়তে থাকা ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ৩৫৫ এবং ৩৫৬ ধারা কার্যকর করা অত্যন্ত প্রয়োজন।