Shootout At Sodepur: দশমীর রাতে যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েই পালাল তিন দুষ্কৃতী

উৎসবের মাঝেই চলল গুলি। দশমীর রাতে চলল গুলি। অশান্ত সোদপুর। একদিকে যখন প্রতিমা নিরঞ্জন চলছে, অন্যদিকে সেই সময় সোদপুর রাসমণি মোড়ে গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আহত যুবকের নাম শুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চা। তার ডানপায়ে গুলি লেগেছে। এ দিন সন্ধ্যায় রাসমণি নন্দনকানন এলাকায় হেঁটে যাচ্ছিলেন শুভজিৎ। সেই সময় তিন দুষ্কৃতী এসে আচমকাই গুলি চালিয়ে পালিয়ে যায়।

   

গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকাবাসী। দ্রুত তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খড়দহ থানার পুলিশ।

শুভজিতে এক বন্ধু বলেন, “গতকাল বিকেলে আমায় একটা বন্ধু ফোন করল। করে বলল যে বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি দৌড়ে যাই। গিয়ে ওকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু কে বা কারা এই গুলি করেছে, কেনই বা গুলি করল তা জানতে জানতে পারা যায়নি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন