Uttar 24 pargana: গলায় ফাঁস দিয়ে খুন যুবক, আটক তিনজন

ফের টিটাগড়ে হাড়হিম করা ঘটনা। বাড়ির সামনে থেকে বাইকে করে তুলে নিয়ে খুন। গলায় কোমরের বেল্টের ফাঁস হত্যা। টিটাগড় তালপুকুরের ওই যুবককে মেরে ফেলে দুষ্কৃতিরা। মৃত ওই যুবকের নাম বিনোদ সাউ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

বিনোদ সাউ নামে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তার অতি পরিচিত মানুষটাই তাকে ফোন করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেই ফোনের কল ধরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করছে টিটাগর থানার তদন্তকারী অফিসাররা।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরনো কোনও এক ঝামেলা আর মারামারির জেরেই বছর ত্রিশের বিনোদকে গলায় বেল্টের ফাঁস দিয়ে হত্যা করা হয়। এই তিনজন ছাড়া আর কারা এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে টিটাগর থানার পুলিশ।

এক প্রতিবেশী জানিয়েছেন, ” খুব ভালো ছেলে ছিল। আমরা চাই দোষীরা যেন শাস্তি পায়। ও যখন বেঁচে ছিল আমাদের সব সময় সাহায্য করতো। এবার আমাদের পাশে এসে কে দাঁড়াবে”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন