Scrub Typhus: ফের স্ক্রাব টাইফাসের থাবা! রায়গঞ্জে আক্রান্ত ২৬

ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার পর এবার খবরের শিরোনামে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ঘটনাস্থল উত্তর দিনাজপুর। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার পর এবার খবরের শিরোনামে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ঘটনাস্থল উত্তর দিনাজপুর। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে (Raiganj)। থাবা বসিয়েছে বেশ করেকজনের শরীরে।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital) স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের মধ্যে ২৬ জন স্ক্রাব টাইফাস আক্রান্তের হদিশ মিলেছে বলে মেডিক্যাল থেকে দাবি করা হয়েছে। স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

উদ্বেগ বাড়িয়ে রায়গঞ্জে থাবা বসিয়েছে স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে জ্বরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। জানা যাচ্ছে যে মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগীদেরই। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে দাবি করা হয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনার পরীক্ষা চলছে।

চিকিৎসকরা মনে করছেন শুক্রবার-শনিবার সংগ্রহ করা নমুনায় আক্রান্তের সংখ্যাটা আরও বাড়বে। পতঙ্গ-বাহিত স্ক্রাব টাইফাসে আক্রান্ত রোগীদের জ্বর, প্রবল শরীর ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন প্রত্যেক রোগীর রক্তের নমুনা পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। জানা যাচ্ছে চিকিৎসাধিনদের মধ্যে অনেকেই গ্রামের বাসিন্দা।

পতঙ্গ-বাহিত স্ক্রাব টাইফাস একদমই ছোঁয়াচে নয়। চিকিৎসকরা জানিয়েছেন এই রোগ এক মানুষের থেকে অন্য মানুষে ছড়ায় না। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই রোগের সঙ্গে মোকাবিলা করতে হলে উদ্বিগ্ন না হয়ে থাকতে হবে সতর্ক।