তৃণমূলের ভয়ে ভিন রাজ্যে বসে বিজেপি জয়ী প্রার্থীরা

পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের দুটি অঞ্চল বিজেপির (BJP) দখলে। বিজেপি প্রার্থীদের ভাঙিয়ে নিতে পারে তৃণমূল। সেই ভয়ে দুটি অঞ্চলের ২২ জন জয়ী প্রার্থী…

পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের দুটি অঞ্চল বিজেপির (BJP) দখলে। বিজেপি প্রার্থীদের ভাঙিয়ে নিতে পারে তৃণমূল। সেই ভয়ে দুটি অঞ্চলের ২২ জন জয়ী প্রার্থী ভিন রাজ্যে আশ্রয় নিয়েছে।

নির্বাচন শেষ হলেও ভয় পিছু ছাড়েনি বিজেপি (BJP)প্রার্থীদের। পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের কেশপাঠ ও মাইসোরা অঞ্চলে জয় পেয়েছে বিজেপি। জেতার পরেও আতঙ্কে তারা‌। জেতার পর থেকেই তৃণমূলে যোগ দেওয়ার প্রলোভন আসছে বারবার, মিলবে লক্ষাধিক টাকা।‌ জেলা নেতৃত্বই মধ্যস্থতা করছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার।

   

ক্ষোভ প্রকাশ করে এলাকার জয়ী প্রার্থী জানিয়েছেন, ২৮ টি বুথের মধ্যে বিজেপি পেয়েছে ১৬ টি, তৃণমূল পেয়েছে ১১ টি ও নির্দল ১ টি। নির্দল তৃণমূলে যোগ দিয়ে ১২ টা হয়েছে‌। তিনটে তৃণমূল কিনতে চাইছে।

দলের সবার পরামর্শ মেনেই ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন স্থানীয় নেতৃত্ব। বিজেপির অনেকেই মনে করছেন, বাড়ি ফিরলে জোর করে তাদের তৃণমূলে যোগ দেওয়ানো হবে। আতঙ্কে বিজেপি প্রার্থীরা।