Narendrapur: স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনায় গ্রেফতার ২ তৃণমূলকর্মী

শনিবার স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকা। স্কুলের ভিতর গুণ্ডাগিরির ছবি প্রকাশ্যে আসতেই আলোড়ন পরে যায় সমস্ত মহলে। ঘটনাটি নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। রীতিমতো আতঙ্ক ছড়ায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। এরপরই রিপোর্ট তলব করে রাজ্যের শিক্ষা দফতর। এরপরই রবিবার গ্রেফতার করা হল ২ জনকে।

Advertisements

নরেন্দ্রপুর থানার পুলিশ রবিবার ২ জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে। জানা যাচ্ছে ধৃত দুজনই স্থানীয় তৃণমূলকর্মী। তবে ধৃতদের দাবি, ঘটনার সময় স্কুলে ছিলেন না তাঁরা এবং তাঁদের ফাঁসানো হচ্ছে। জানা যাচ্ছে রবিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ২ জনকে।

স্কুলে ঢুকে শিক্ষকদের উপর হামলা চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহেশ্বর নাড়ু এবং সনু মণ্ডলকে। নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, পঞ্চায়েতের সদস্য ও বনহুগলি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খান ও স্কুলের পরিচালন কমিটির সদস্য অলোক নাড়ুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষকরা। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তারা কেউ এখনও অবধি গ্রেফতার হননি।

Advertisements

নরেন্দ্রপুর থানায় আসেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ঘটিনার তদন্ত করার জন্য। বর্তমানে উপস্থিত রয়েছেন এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম।