Anis Khan: আনিস খুনে গ্রেফতার ২ পুলিশকর্মী

ছাত্রনেতা আনিস খুনে নয়া মোড়, গ্রেফতার করা হল দুজন পুলিশকর্মীকে। ধৃত ২ পুলিশ কর্মীই আমতা থানায় কর্মরত। বুধবার গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক…

Anis Khan: আনিস খুনে গ্রেফতার ২ পুলিশকর্মী

ছাত্রনেতা আনিস খুনে নয়া মোড়, গ্রেফতার করা হল দুজন পুলিশকর্মীকে। ধৃত ২ পুলিশ কর্মীই আমতা থানায় কর্মরত। বুধবার গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। 

এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এম মনোজ মালব্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ফের ময়নাতদন্তের জন্য সিট আবেদন করে। আগেই ৩ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।’

ডিজি আরও জানিয়েছেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে নিয়ে আসবে পুলিশ। কী হয়েছিল তা পড়ে জানাবে পুলিশ। পুলিশের সঙ্গে সকলে সহযোগিতা করুন। মৃতের পরিবার সুবিচার পাবে। যারা গিয়েছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

Advertisements