Coochbehar: বাংলাদেশ থেকে গোপনে ভারতে ঢুকে ধৃত দুই আফগান নাগরিক

Infiltrators

বাংলাদেশ থেকে গোপনে ভারতে ঢুকে ধৃত দুই আফগান নাগরিক। তালিবান জঙ্গি শাসিত দেশটির এই দুই নাগরিককে গ্রেফতার করা হয়। বিএসএফ সূত্রে খবর, দুই ভিনদেশি বাংলাদেশ থেকে অবৈধভাবে কোচবিহারে ঢুকে পড়ে। তবে তারা আফগানিস্তান থেকে ভিসা নিয়েই বাংলাদেশে এসেছিল। কিন্তু ভারতে আসার ভিসা ছিল না।

এর আগে একাধিকবার নেপাল থেকে দার্জিলিং জেলায় পাকিস্তানি, চিনা নাগকিরদের অনুপ্রবেশ হয়েছে। সম্প্রতি রুশ নাগরিক অবৈধভাবে ঢুকে ধরা পড়ে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েই থাকে। তবে আফগানিস্তানের কোনও নাগরিকের অনুপ্রবেশ এর আগে হয়নি।

   

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ। বিএসএফের হাতে ধরা পড়লেন দুই আফগান নাগরিক। মঙ্গলবার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় পানিশালা এলাকা থেকে তাদের আটক করে বিএসএফের ৮৯ নম্বর ব্যাটেলিয়ন। আটক করে তাদের চ্যাংরাবান্ধা ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাদের বাড়ি আফগানিস্থানে। গত বছর ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের ভিসা জোগাড় করে তারা ঢাকায় যান। জানা গিয়েছে নতুন বছরে ১লা জানুয়ারি কুছলিবাড়ি সীমান্ত দিয়ে তার অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বিএসএফ তাদের পাকড়াও করে মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন