তৃণমূল আমলে আইন হাতের মুঠোয় এমন অভিযোগ প্রবল। সরকারি কর্মীরা আক্রান্ত হলেন। তাদের বেদম মারধর করা হল। নদিয়ায় হেরোইন বাজেয়াপ্ত করতে গিয়ে মারধরের শিকার শুল্ক আধিকারিকেরা। মহিলা শুল্ক অফিসারও আক্রান্ত।
১১ জন শুল্ক আধিকারিককে আটকে রেখে চলে মারধর। নদিয়ার পলাশি পাড়া থানার বাসিন্দা মিজানুর মন্ডল ও বাতাসি মন্ডল। এদের বাড়িতে শুল্ক আধিকারিকেরা গেছিলেন। তাদের মধ্যে দুজন মহিলা ছিলেন। সকালে শুল্ক আধিকারিক দফতরের লোকেরা যেতেই তাদের আটকে দেওয়া হয়। পলাশি থানার পুলিশ তাদের উদ্ধার করে, চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন।
অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য, আমাদের বাড়িতে এসব কোনো ঘটনা ঘটেনি, তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। শুল্ক আধিকারিকের কথায়, আমাদের ভেতরে ঢুকিয়ে, তালা দিয়ে দেওয়া হয়। পিস্তল দেখিয়ে, ভয় দেখিয়ে আমাদের মারধর করা হয়।
এই ঘটনার জেরে জেলায় তীব্র চাঞ্চল্য। তৃ়ণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে বিশৃঙ্খল পরিবেশ তৈরির অভিযোগ করছে বিরোধীরা।