Hijazi Maher’: লাল-হলুদ নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হিজাজি, কী বলছেন কুয়াদ্রাত?

এবারের ফুটবল সিজেনের শুরুতেই চোটের কবলে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসেকে। এবারের ডুরান্ড কাপের শুরু থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তারকা।…

hijazi maher

এবারের ফুটবল সিজেনের শুরুতেই চোটের কবলে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল দলের নয়া বিদেশী ফুটবলার জর্ডান এলসেকে। এবারের ডুরান্ড কাপের শুরু থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তারকা। তবে সেই কাপ টুর্নামেন্টের ফাইনালটা খুব একটা সুবিধার ছিল না তার পক্ষে। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরে বল দখল করতে গিয়ে মাঠেই পড়ে যান জর্ডন। সেখান থেকে চোট। প্রথমে সেরকম কোনো কিছু বোঝা না গেলেও সময়ের সাথে সাথে বদলে যায় গোটা পরিস্থিতি।

বর্তমানে তিনি রিহ্যাব শুরু করলেও আগামী বেশ কয়েকমাস মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। তবে লাল-হলুদের প্রতিটি ম্যাচেই নিয়মিত দর্শক হিসেবে থাকছেন এই তারকা ফুটবলার। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে এক নয়া ডিফেন্ডারের খোঁজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। অবশেষে আজ ঘোষণা করা হল সেই তারকার নাম।

   

নয়া আইএসএল মরশুমে জর্ডন এলসের রিপ্লেস হিসেবে এবার দলে আসতে চলেছেন হিজাজি মাহের। বর্তমানে জর্ডানের জাতীয় দলের হয়ে খেলেন ২৬ বছরের এই দাপুটে ডিফেন্ডার। শেষ মরশুমে ইরাকের একটি প্রথম সারির ক্লাবে ও খেলেছেন ২৯ টি ম্যাচ। গোল করেছেন প্রায় ৫টি। এবার সেখান থেকে সোজা ভারতে। খেলবেন লাল-হলুদ জার্সিতে। দলের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট খুশি এই তারকা।

মাহের বলেন, এমন ঐতিহাসিক একটি ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। এই দলের কোচ সহ ক্লাবের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ভরসা করার জন্য।আমাকে সুযোগ দেওয়ার জন্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই লিগের জনপ্রিয়তা আমাদের সকলের জানা। আমি এই দলের জার্সিতে মাঠে নেমে ডার্বি খেলার জন্য যথেষ্ট মুখিয়ে রয়েছি।

কিন্তু এই তারকাকে নিয়ে কি বলছেন কুয়াদ্রাত ? লাল-হলুদ কোচ বলেন, শেষ ফুটবল সিজেনে ইরাকে খেলার পর মাহের এশিয়ার অন্যতম জনপ্রিয় কোনো লিগে খেলতে চাইছিলেন। সেইমতো আমাদের তরফ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। এবারের আইএসএলে জর্ডন এলসির রিপ্লেস হিসেবে এবার দলের রক্ষনভাগ সামাল দেবেন এই তারকা ফুটবলার। তাকে দলে চূড়ান্ত করতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত।