না বুঝে OTP শেয়ার, অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

না বুঝে OTP শেয়ার করেছিলেন এক ব্যক্তি। তারপরেই অ্যাকাউন্ট থেকে ১লাখ ২০ হাজার টাকা গায়েব। নিউব্যারাকপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডে অবসরপ্রাপ্ত এক বৃদ্ধ প্রতারণা শিকার হলেন মঙ্গলবার সন্ধ্যায় ।

নিউ ব্যারাকপুর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭০ ঊর্ধ্ব দিব্যেন্দু নারায়ণ বিশ্বাসকে মঙ্গলবার বিকেলে একটি অজানা নম্বর থেকে ফোন করা হয়। তাঁকে বলা হয় ফোনের উলটো দিকে রয়েছেন পাঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার। দিব্যেন্দুবাবুর ATM কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এখুনি রিনুয়াল করতে হবে। এও বলা হয় আগামী কাল আধার কার্ড নিয়ে ব্যাঙ্কে এলে সব ঠিক হয়ে যাবে। কোন সমস্যা হবে না। শুধু সেই মুহুর্তে যে OTP গুলি যাবে সেগুলি জানাতে হবে। এরপর একে একে দিব্যেন্দু বাবু ওটিপি শেয়ার করে যান। আর তার একাউন্ট থেকে টাকা গায়েব হয়। যখন তিনি বুঝলেন তিনি ভুল করছেন,তখন কাজ শেষ।

   

ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৫টার কিছু আগে। তারপরই অসুস্থ বৃদ্ধ অর্থাৎ দিব্যেন্দু বাবু ছোটেন নিউব্যারাকপুর ব্রাঞ্চে।ব্যাঙ্ক কর্তৃপক্ষ সব জানার পর যথাযথ সহযোগিতা করেন। কিন্তু যখন জানতে পারে টাকার অঙ্কটা ১লাখ ২০ হাজার তখন খুবই ভেঙে পরেন বৃদ্ধ।নিউব্যারাকপুর থানায় অভিযোগ জানান দিব্যেন্দু বাবু। থানা থেকেও যথেষ্ট সহযোগিতা করা হয় বলে জানান তিনি। FIR করা হয়েছে নিউব্যারাকপুর থানায়। ভারতীয় দন্ডবিধি আইনের ৪২০,৪০৬ ধারায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন ওই বৃদ্ধ।শারীরিক ভাবে অসুস্থ বৃদ্ধ জানান তার হার্টের সমস্যা রয়েছে। একটি জটিল অস্ত্রোপচার এর কয়েক লক্ষাধিক টাকার প্রয়োজন। এই ভাবে এত গুলো টাকা গায়েব হল। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম। গোটা ঘটনার তদন্তে নিউব্যারাকপুর থানার পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন