ইসলামিক দুনিয়ায় সাম্প্রতিক সময়ে সর্বাধিক ভয়াবহ হামলার মুখে পড়ল। সৌদি আরব নেতৃত্বে চলা আরব জোট বাহিনীর বিমান হামলায় ইয়েমেনে (Yemen) কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বহু ইয়েমেনি শিশু।
বিবিসি জানাচ্ছে, বিমান হামলার পিছনের কারণ, ইয়েমেনের ক্ষমতা দখলকারী হুথি গোষ্ঠী সম্প্রতি মর্টার শেল হামলা করেছিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে। এই হামলায় তিন জনের মৃত্যু হয়। এর পরেই আরব জোট ইয়েমেনের উপর বিমান হামলা চালাল।
ইয়েমেনের পরিস্থিতি ভয়াবহ। রাজধানী সানা বিচ্ছিন্ন। ইয়েমেন থেকে কিছু ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে ইয়েমেন থেকে এবার বড়সড় মর্টার শেল হামলা হতে পারে আরব জোটের যে কোনও দেশে।
গত ২০১৪ সাল থেকে ইয়েমেন সংকট চলছে। দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে হুথি গোষ্ঠী। আর মনসুর হাদির সমর্থনে এগিয়ে আসে সৌদি আরব, আমিরশাহি, সহ মার্কিন যুক্তরাষ্ট্র লবির দেশগুলি। চরম মার্কিন বিরোধী ইরান সমর্থন করে হুথি গোষ্ঠীকে।
হুথি বনাম সৌদি জোটের সংঘর্ষে ইসলামিক বিশ্ব দুভাগে বিভক্ত ইরান বনাম সৌদি আরব নেতৃত্বে। ইয়েমেন সংঘর্ষ চলছেই। আরব জোট সেনার মদতে ইয়েমেনের বিখ্যাত এডেন বন্দর এলাকায় ফের ক্ষমতা দখল করতে পেরেছেন মনসুর হাদি। তবে রাজধানী এখনও হুথি দখলে।