১০০ শতাংশ ‘প্ল্যাস্টিক নিউট্রাল ডেলিভারি’ করবে Zomato

Zomato

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato শুক্রবার ঘোষণা করে, চলতি এপ্রিল থেকে ১০০ শতাংশ ‘প্লাস্টিক নিউট্রাল ডেলিভারি’ করা হবে। Zomato -এর প্রতিষ্ঠাতা এবং CEO দীপিন্দর গোয়েল একটি ব্লগে জানিয়েছেন, প্লাস্টিকের মতো পরিবেশের ক্ষতিকারক পদার্থকে এবার বর্জন করবে জমাটো। এর পরিবর্তে পরিবেশ বান্ধব প্যাকেজিং -এর ওপর জোর দেবে সংস্থা।

Advertisements

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”এখন থেকে, আপনার Zomato-এর মাধ্যমে অর্ডার করা প্রতিটি খাবার ১০০ শতাংশ প্লাস্টিক ফ্রি হতে চলেছে।” মূলত প্লাস্টিকের মোড়কে খাবার দেওয়ার ফলে অনেক সময় শোনা যায়, তা অস্বাস্থ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানবজাতিকে। তাছাড়া জোমাটো নিজেদের মার্কেটে ধরে রাখতে এবং ক্রেতাদের মন জয় করতে একটি নতুন উদ্যোগ চালু করতে চলেছে।

   

এটি অর্জনের জন্য, তিনি বলেন, “আমরা সরকার-নেতৃত্বাধীন উদ্যোগ, সামাজিক উদ্যোগ এবং স্টার্টআপ সহ বিভিন্ন রেস্টুরেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের এই মডেলকে শুরু করতে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারি গ্রহণ করেছি।” রমা টরি প্লাস্টিক ফ্রী বা প্লাস্টিক নিউট্রাল উদ্যোগের জন্য অনেকেই বাহবা জানিয়েছেন সংস্থাকে।

Advertisements

মূলত কেন্দ্রীয় সরকারের এই প্লাস্টিক বর্জন প্রকল্পের সঙ্গে হাত মিলিয়ে এমন উদ্যোগ এই ফুড ডেলিভারি সংস্থার বলে মনে করা হচ্ছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে এটি শুরু করা হলেও আগামী তিন বছরের মধ্যে ১০০ শতাংশ নিউটন প্লাস্টিক অভিযানে সফল হবে জোমাটো।