Meta অনুরোধ: আর নয় টিকটকের রিল ইনস্টাগ্রামে

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) এবার, তাদের কনটেন্টের পরিবর্তনের ওপর জোর দিচ্ছে। মূলত অ্যাপটির প্রাধান্য বৃদ্ধি করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে,…

reel in Instagram

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) এবার, তাদের কনটেন্টের পরিবর্তনের ওপর জোর দিচ্ছে। মূলত অ্যাপটির প্রাধান্য বৃদ্ধি করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, পণ্য ট্যাগ এবার থেকে প্রত্যেকের জন্য উপলব্ধ হয়ে যাবে। তাই যে কোনও ব্যাক্তি একটি পণ্য ট্যাগ নিজের মতো করেকরতে পারবেন। এছাড়াও যে কেউ নিজেকে “ফটোগ্রাফার” বা “র‌্যাপার”-এর মত একটি গ্রুপের সদস্য হতে পারেন এবং যখনই আপনাকে এই রকম কোনও পোস্টে ট্যাগ করা হবে, তখন সেই বিভাগটি দেখাতে পাবেন।

এদিন ইনস্টাগ্রাম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আপনারা দয়া করে আপনাদের টিকটক কিংবা সেই জাতীয় কোনও অ্যাপে করা রিলগুলো ইনস্টাগ্রামে শেয়ার করা বন্ধ করে দিন আমরা আপনাদের কথা ভেবেই ইনস্টাগ্রামে রিল করার অপশন এনেছি।

মূলত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার তরফ থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুককে একত্রিত করা হয়েছে। যাতে ব্যবহারকারীদের সুবিধা হয়। ছবি শেয়ারের ক্ষেত্রেও বর্তমানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে ছবিতে গান দিয়ে পোস্ট করার নতুন রীতি চালু করা হয়েছে। যেটা ফেসবুকের ক্ষেত্রে শুধুমাত্র স্টরি দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়।

এবার ইনস্টাগ্রামকে ব্যবহারকারীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে নতুন ফিচারে নতুন উপস্হাপনায় আসতে চলেছে, এই সোশ্যাল মিডিয়াতে।