Pakistan’s cabinet: বদলের হাওয়া পাকিস্তানে, মন্ত্রিসভার ৫ গুরুত্বপূর্ণ পদে মহিলা মুখ

পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় (Pakistan’s cabinet) দেখা গেল বদলের হাওয়া। মঙ্গলবার শাহবাজ শরিফ মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে ৩৭ জন শপথ নিয়েছেন।  শাহবাজের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রকের…

পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় (Pakistan’s cabinet) দেখা গেল বদলের হাওয়া। মঙ্গলবার শাহবাজ শরিফ মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে ৩৭ জন শপথ নিয়েছেন।  শাহবাজের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মহিলাদের হাতে।

দেশের রাজনৈতিক মহল মনে করছে, পাকিস্তানের প্রশাসনিক স্তরে এটা এক বড় মাপের পরিবর্তন। পূর্বতন ইমরান খান সরকারে পুরুষদের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই চিরাচরিত প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন শাহবাজ। নতুন মন্ত্রিসভায় বিদেশ প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন হিনা রব্বানি খার।

পরিবেশ পরিবর্তন সংক্রান্ত দফতরের মন্ত্রী হয়েছেন শেরি রহমান। শেরি এর আগে আমেরিকায় পাক রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেত্রী মারিয়াম ঔরঙ্গজেব পেয়েছেন তথ্য মন্ত্রকের দায়িত্ব। অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আয়েশা ঘাউসকে এবং শাজিয়া মারি পেয়েছেন বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম মন্ত্রকের দায়িত্ব। একসঙ্গে পাঁচ জন মহিলাকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়াকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Pakistan's cabinet

উল্লেখ্য, ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভার ৩১ জন পূর্ণমন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। তবে এই নতুন মন্ত্রিসভায় বিদেশমন্ত্রকে কোনও পূর্ণ মন্ত্রী নেই। কেন কোনও পূর্ণ বিদেশ মন্ত্রীকে রাখা হয়নি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে শাহবাজ নিজেই বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। আবার রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সম্ভবত পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাবল ভুট্টো জারদারি কিছুদিন পরে বিদেশ মন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। সে কারণেই বর্তমানে শাহবাজ বিদেশমন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রাখছেন। অর্থাৎ আগামী দিনে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। শাহবাজ শরিফ অভিযোগ করেছেন, ইমরান বিভিন্ন দেশের অতিথিদের দেওয়া উপহার সামগ্রী বিক্রি করে ১৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। শাহবাজের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ইমরানের পাওয়া উপহারসামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল আদালত। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি বলেন, ২০১৮ সালের অগাস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে ইমরান গত চার বছরে বিদেশি অতিথিদের কাছ থেকে যত উপহারসামগ্রী পেয়েছেন তার তালিকা প্রকাশ করতে হবে। কারণ এই উপহার বাড়িতে নিয়ে যাওয়ার জিনিস নয়।