“এরা মিথ্যা বলছে”, ‘No War’ সাইনবোর্ড নিয়ে টিভির পর্দায় রুশ মহিলা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে নিজের দেশেই সমালোচিত হচ্ছে পুতিন সরকার। এবার সেই দেশেরই সংবাদ মাধ্যমের দৌলতে মুখ পুড়ল প্রশাসনের। Advertisements ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। রাশিয়ার…

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে নিজের দেশেই সমালোচিত হচ্ছে পুতিন সরকার। এবার সেই দেশেরই সংবাদ মাধ্যমের দৌলতে মুখ পুড়ল প্রশাসনের।

Advertisements

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল ওয়ান-এ লাইভ ইভনিং নিউজ বুলেটিংয়ের সময় যুদ্ধবিরোধী বক্তব্য লেখা একটি সাইনবোর্ড নিয়ে অ্যাঙ্কারের পিছনে ছুটে আসেন এক মহিলা। সাইন বোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল No War। এ ছাড়াও সাইনবোর্ডে লেখা ছিল, “যুদ্ধ নয়। যুদ্ধ বন্ধ করো। প্রচারে বিশ্বাস করো না। তারা এখানে তোমাকে মিথ্যা বলছে।”

   

ওই মহিলার নাম মেরিনা ওভস্যানিকোভা। এই ঘটনার পর ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। মেরিনা চ্যানেল ওয়ান সম্পাদক হিসাবে কাজ করেন। এদিন খবর সম্প্রচারের সময়, তিনি ‘যুদ্ধ বন্ধ করুন’ বলে চিৎকার করেন। তারপরই সোজা উপস্থাপকের পিছনে গিয়ে No War লেখা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন।

এর আগে, তিনি নিজের একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেখানে তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে একটি ‘অপরাধ’ হিসাবে উল্লেখ করেন। তিনি এও বলেন, যে তিনি “ক্রেমলিন প্রচার” এর জন্য কাজ করতে লজ্জিত বোধ করছেন। তিনি রাশিয়ান জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছিলেন, “আমি সেই রাশিয়ানদের প্রতি কৃতজ্ঞ যারা সত্য প্রকাশের চেষ্টা বন্ধ করে না… এবং ব্যক্তিগতভাবে সেই মহিলার কাছে যিনি চ্যানেল ওয়ানের স্টুডিওতে যুদ্ধের বিরুদ্ধে পোস্টার নিয়ে প্রবেশ করেছিলেন।”