ডার্বি খেলবেন আশিক কুরুনিয়ান? ইঙ্গিত দিলেন মোলিনা

গত মরসুম থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন বাগান (Mohun Bagan) তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। মূলত কিংস কাপ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল এই লেফট…

Jose Molina hints at Ashique Kuruniyan

গত মরসুম থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন বাগান (Mohun Bagan) তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। মূলত কিংস কাপ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল এই লেফট ব্যাককে। যারফলে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই তাঁকে। কিন্তু সময়ের সাথে সাথেই সুস্থ হয়ে উঠেছেন এই তারকা। চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম তিনটি ম্যাচে খেলতে না পারলেও এখন সম্পূর্ণ সুস্থ বাগানের এই দাপুটে ফুটবলার। সেজন্য গত বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে জোরকদমে অনুশীলন শুরু করে দেন তিনি।

   

সেই নিয়ে কিছুটা হলেও খুশি সবুজ-মেরুন জনতা। কিন্তু শনিবারের মহামেডান ম্যাচে আদৌ কি খেলবেন তিনি ? সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে শনিবার সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সেই নিয়েই মুখ খুললেন বাগান কোচ জোসে মোলিনা‌ (Jose Molina)। তিনি বলেন, “আগামী ডার্বি ম্যাচের জন্য তিনি নিশ্চিত। তবে সে তাঁর সেরা ছন্দে নেই। কারণ সে দলের সাথে মাত্র ২-৩টি ট্রেনিং সেশন করেছে।”

তবে মোলিনা বলেন, ” আশিক (Ashique Kuruniyan) এখন খেলতে প্রস্তুত, তাঁর আর কোনো ইনজুরি সমস্যা নেই। আমাকে আগামীকালের জন্য ২০ জন খেলোয়াড় বেছে নিতে হবে এবং অনুশীলন সেশনের পরে তা আমি করব।” বর্তমানে ঘরের মাঠে শক্তিশালী মহামেডান দলকে আটকানোই এখন চ্যালেঞ্জ সবুজ-মেরুনের।

শেষ সিজনে টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করলেও এবার খুব একটা ছন্দে নেই মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে ঘরের মাঠে এগিয়ে থেকেও আসেনি জয়। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকে তিন পয়েন্ট আসলেও ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছিল সমর্থকদের। তারপর গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে বেঙ্গালুরু এফসির কাছে। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই মেরিনার্সদের কাছে।