কোকো দিয়ে রোধ করুন অকালে বুড়িয়ে যাওয়া ত্বক

revent premature aging skin with cocoa

ত্বক রুক্ষ হয়ে একেবারে জেল্লাহীন হয়ে পড়েছে , এই অবস্থায় কোকো ব্যবহার করতে পারেন।অনেকের ধারণা কোকো (Cocoa) গাঢ় হওয়ায় মুখে গোটা বা ব্রণ বেরোতে পারে। কোকোতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটা ত্বকের অকাল বুড়িয়ে যাওয়া কিংবা ফ্রি রেডিকেল্সের বিরুদ্ধে ত্বকের রক্ষা করে।
জেনে নিন কীভাবে রূপচর্চা য় কাজে লাগাবেন কোকো?

ফেস মাস্ক: একটি পাত্রে ২ চামচ ইয়গহার্ট বা টক দইয়ের সঙ্গে এক চামচ ডার্ক কোকো পাউডার ও এক চামচ মধুমিশিয়ে নিন। সব কটি উপকরণ ভাল করে মিশিয়ে গোটা মুখে ভাল করে লাগিয়ে নিন। কুড়ি মিনিট পর্যন্তর্য মিশ্রণটি মুখে রেখে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

   

স্ক্রাব: একটি বড় পাত্রে ১ কাপ ব্রাউন সুগার, ৩ চামচ কোকো পাউডার ও ৩ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই তিনটি উপকরণ এমন ভাবে মেশাবেন যেন কোথাও কোনও দলা বেধে না থাকে।

মিশ্রণ একেবারে মসৃণ হয়ে গেলে স্নানে যাওয়ার আগে লাগিয়ে নিন এবং ভাল করে এই মিশ্রণ দিয়ে গা মালিশ করুন। ইষদুষ্ণ গরম জল দিয়ে গা ধুয়ে নিন। পুরো মিশ্রণ ব্যবহার না হলে বাকিটা একটা কাচের শিশির মধ্যে ভরে রেখে দিন। অন্তত দু’সপ্তাহ পর্যন্ত এই মিশ্রণটি ভাল থাকবে।

ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের জন্য ফেস মাস্ক: একটি পাত্রে ৫চামচ টক দই, ২ চামচ মুলতানি মাটি ও ২ চামচ কোকো পাউডার মেশান। এবার এতে আধখানা পাতিলেবুর রস ও এক চামচ নারকেল তেল মেশান।

মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত ভাল করে সবকটি উপকরণ মেশাতে থাকুন। এবার এই মিশ্রণ মুখে ও গলায় লাগিয়ে নিন।মিনিট কুড়ি পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন