HomeUncategorizedCoronavirus: করোনা ভয়ে শুরু বছর, চিনকে সঠিক তথ্য দিতে বলল WHO

Coronavirus: করোনা ভয়ে শুরু বছর, চিনকে সঠিক তথ্য দিতে বলল WHO

- Advertisement -

করোনা সংক্রমণ (Coronavirus) নিয়ে চিন সঠিক তথ্য দিক। এতে অন্য দেশগুলি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এমনই বার্তা দিয়েছে চিনকে। নতুন বছর শুরু হয়েছে সাম্প্রতিক করোনা সংক্রমণ ভয় নিয়ে। চিনের (China) পরিস্থিতি চিন্তাজনক। তবে সেখানকার সঠিক তথ্য মিলছে না।

চিনকে করোনার বাস্তব পরিস্থিতি তথ্য দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন করে সংক্রমণ বাড়লেও তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে চিন।এরই প্রেক্ষিতে চিনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হু উদ্বেগ প্রকাশ করে।

   

বিবৃতিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সুনির্দিষ্ট এবং প্রতিদিনের তথ্য নিয়মিত দিতে বলেছে। এর মধ্যে করোনার ধরন, হাসপাতালে ভর্তি, সংক্রমণ, আইসিইউ বেডে ভর্তি ও মৃত্যুর তথ্য থাকতে হবে। চিন ও বিশ্ববাসী যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে তার জন্য তথ্য প্রকাশ করতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular