এবার রেশন দুর্নীতি মামলায় বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

রেশন দুর্নীতি (Ration scam) মামলায় সম্প্রতি তৎপরতা বেড়েছে ইডির। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কলকাতা, হাওড়া-সহ ১৪টি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেন।…

রেশন দুর্নীতি (Ration scam) মামলায় সম্প্রতি তৎপরতা বেড়েছে ইডির। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কলকাতা, হাওড়া-সহ ১৪টি স্থানে একযোগে তল্লাশি অভিযান শুরু করেন। অভিযানের লক্ষ্য রেশন (Ration scam)বণ্টন সংক্রান্ত দুর্নীতি তদন্ত করা।

বাঙুরের এক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে প্রথমে হানা দেন ইডি কর্মকর্তারা। তাঁর বিরুদ্ধে রেশন (Ration scam) বণ্টন দুর্নীতিতে যোগসাজশের সন্দেহ করা হচ্ছে, যদিও এর বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে, হাওড়ার পাঁচলার রেশন ডিলার লোকনাথ সাহার বাড়িতেও অভিযান চালানো হয়। তিনি এলাকার রেশন দোকানগুলোর জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করেন এবং ইডির সন্দেহ, তাঁর গোডাউনে দুর্নীতির (Ration scam) কোনো যোগসূত্র রয়েছে।

সেপ্টেম্বর মাসেও ইডি রাজ্যের সাত জায়গায় তল্লাশি চালিয়েছিল এবং অভিযোগ উঠেছিল যে রেশন দুর্নীতিতে এক হাজার কোটি টাকার তছরুপ হয়েছে। এই মামলায় নতুন চার্জশিটে মোট আটটি নাম যুক্ত করা হয়েছে, যার মধ্যে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুরের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তারা রেশন বণ্টনের এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত।

Advertisements

ইডির তদন্তে আরও দুই ডিলারের নাম এবং তাদের সঙ্গে যুক্ত চারটি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে ইডি নিশ্চিত করতে চায় যে তারা রেশন দুর্নীতির মূল দায়ীদের খুঁজে বের করতে পারছে কিনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই কার্যক্রম রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।