বিয়ের মরসুম, অল্প খরচে সারতে চান হানিমুন, চলে আসুন দাড়াগাঁও

honeymoon at low cost, come to Daragaon

কালিম্পং শহরের একটি অফবিট গ্রামের নাম দাড়াগাঁও (Daragaon)। কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে রমধুরা গ্রাম ছাড়িয়ে একটু এগোলেই পরে শান্ত, নিরিবিলি, পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রাম ।

Advertisements

ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা থেকে শুরু করে রাতের রংপো শহর জ্বলজ্বল করতে দেখা, এ এক চরম আনন্দের দৃশ্য। কালিম্পং শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার, রংপো শহর থেকে ২০ কিলোমিটার, গ্যাংটক শহর থেকে ৬১ কিলোমিটার, আমাদের সামালবং থেকে ৩৮ কিলোমিটার, লাভা- রিসপ থেকে মোটামুটি ২৫ কিলোমিটার ও শিলিগুড়ি শহর থেকে মাত্র ৮০.কিলোমিটার দূরে এই পাহাড়ি ছোট্ট গ্রাম। শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং বা গ্যাংটক থেকে খুব সহজেই শেয়ার গাড়িতে আসতে পারবেন এখানে।

   

honeymoon at low cost, come to Daragaon

এখানে থেকে আপনি জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, বার্মিক মহাদেব ধাম, হিমালি পার্ক, লাভা, রিশপ, লোলেগাঁও, ডেলো, দুরপিন দাঁড়া বা পুরো কালিম্পং শহর, সিলেরি গাও, ইচ্ছে গাও, রামধুরা, ইত্যাদি জায়গাগুলি সব ঘুরতে পারবেন।

Advertisements

honeymoon at low cost, come to Daragaon

এছাড়াও সিল্করুট, সামালবং, গ্যাংটক, দার্জিলিং বা ডুয়ার্সের সাথেও প্যাকেজ করতে পারবেন। থাকার অন্যতম সেরা স্থান এই গ্রামের হোমস্টে এটিসি টিবেটিয়ান ভিলা, দাড়াগাঁও।  নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পিক আপ /ড্রপ বা এখানে আসে পাশে ঘোরার জন্যে গাড়ি পাওয়া যাবে। আপনি এই প্যাকেজ পাবেন ১০০০ টাকা জন প্ৰতিতে।