রাজ্য বিজেপি (BJP) সভাপতি পদে থাকা সুকাম্ত মজুমদারকে (Sukanta Majumdar) নিয়ে দলটির অন্দরে গোঁসা পর্ব চরমে। তিনি এই পদে অযোগ্য সেটা ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন জাতীয়স্তরে থাকা দলীয় নেতা (Anupam Hazra) অনুপম হাজরা। শীর্ষ নেতৃত্বের তরফে সাবধানতার পরেও সুর চড়ালেন অনুপম। তিনি বলেন, রাজ্য সভাপতির এমন লোক হওয়া দরকার যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে।
বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা। বারবার দলের সংগঠন নিয়ে সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার আরও একবার তোপ দাগলেন রাজ্য নেতাদের বিরুদ্ধে৷ তিনি বলেন, নিজেদের দোষ যাতে প্রকাশ না হয়ে যায়, তাই আমাকে ডাকা হয়নি। রাজ্য বিজেপি অফিসে আমার ঘর নেই। কিন্তু শোভন-বৈশাখীর ঘর আছে !
অনুপম হাজরার অভিযোগের পর বিজেপির অন্দরমহল সরগরম। তিনি বলেন, রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার। তিনি বলেন, দলের পদে থাকা নেতাদের থেকে পদে না থাকা নেতাদের পিছনে লোক বেশি এমন লোক দরকার।
বিজেপির অন্দরের খবর, বীরভূমের নেতা অনুপমের এত গর্জন দুধকুমার মণ্ডলের কারণেই৷ দুধকুমার দলের থেকে দুরত্ব রেখেছেন৷ আর দুধকুমারের দাবি, দল তাঁর থেকে দূরত্ব রেখেছে৷ অভিযোগ অনুপম হাজরা সেই সুযোগটি নিয়েছেন।
দলের বিরুদ্ধে প্রকাশ্যে বারবার বিতর্কিত মন্তব্যের করেছেন অনুপম হাজরা। তাঁর ক্ষোভ বিজেপির নিচু তলাতে যাচ্ছে। বিজেপি মহলেই চর্চা দলের কোমর ভাঙছেন দলের নেতারাই৷