শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার। এটাই দলীয় কর্মীদের কাছে মোক্ষম সুযোগ। এই যুক্তিতে মোদীর সঙ্গে মমতার বিশেষ বৈঠক মেনে নিচ্ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাদের যুক্তি মানেননি প্রধানমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। দিল্লিতে হবে বৈঠক। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু।
এর আগে দিল্লি গিয়ে ১০০ জন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতার নাম শুভেন্দু তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে। তবে মোদী-মমতা বৈঠক নিয়ে রাজ্য বিজেপি উদ্বেগে। এই বৈঠকের কারণে আগামী দিনে বাংলার রাজনীতিতে বিজেপি বিরোধী প্রভাব পড়তে চলেছে বলেই আলোচনা মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতরে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১১ অগাস্ট দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের জয়ে নিশ্চিত বিজেপি। তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু।
রাজনৈতিক সেটিং চলছে এমন অভিযোগ সিপিআইএমের। পড়ুন
তদন্তে ‘সেটিং আশঙ্কা’ করলেও লাগাতার আন্দোলনে থাকছে সিপিআইএম
এদিকে ইডি সিবিআই অভিযানের মাঝে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ৪ দিনের বিস্তর কর্মসূচির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে একান্তে বৈঠক। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে ওই দিন সন্ধ্যে ৬ টা নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো।