Ukraine War: পুরো ইউক্রেনেই একসাথে বোমা বর্ষণ ? রুশ বিমান হামলার সতর্কতা

রাশিয়ার (Russia) তরফে ইউক্রেনে সামরিক অভিযানের (Ukraine War) প্রধান দায়িত্ব পেয়েছেন সের্গেই সুরভিকিন। তিনি রুশ বিমান বাহিনীর প্রধান। সুরভিকিন দায়িত্বে আসার পর ইউক্রেনের উপর আরও…

Ukraine War: পুরো ইউক্রেনেই একসাথে বোমা বর্ষণ ? রুশ বিমান হামলার সতর্কতা

রাশিয়ার (Russia) তরফে ইউক্রেনে সামরিক অভিযানের (Ukraine War) প্রধান দায়িত্ব পেয়েছেন সের্গেই সুরভিকিন। তিনি রুশ বিমান বাহিনীর প্রধান। সুরভিকিন দায়িত্বে আসার পর ইউক্রেনের উপর আরও ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছিল। বিবিসি জানাচ্ছে, ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি হয়েছে।

Ukraine War: পুরো ইউক্রেনেই একসাথে বোমা বর্ষণ ? রুশ বিমান হামলার সতর্কতা

   

রাশিয়ার বিমান বাহিনী এবার কি পুরো ইউক্রেনে একসাথে বোমা ফেলবে? উঠছে এমন প্রশ্ন। রুশ বিমান হামলা রুখতে জার্মানি থেকে বিপুল সামরিক সরঞ্জাম ঢুকেছে ইউক্রেনে। 

বিবিসি জানাচ্ছে ইউক্রেনের নিজস্ব বিমান বাহিনী আগেই ধংস। বিমান ও নৌ বাহিনীর সেনারা একসাথে স্থলসেনার হয়ে লড়াই চালাচ্ছেন। জমির লড়াইতে রুশ সেনাকে ক্রমাগত পিছনে ঠেলছে ইউক্রেন।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা ২৩২ দিন চলেছে অভিযান। ইউক্রেনের বিরাট অংশ এখন রুশ দখলে। আর ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণের বদলা নিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

Ukraine War: পুরো ইউক্রেনেই একসাথে বোমা বর্ষণ ? রুশ বিমান হামলার সতর্কতা

আল জাজিরার খবর, দু’পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। ইউক্রেনে রুশ হামলা বেড়েছে।  

বিবিসি জানাচ্ছে, ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 

Advertisements