Ukraine Crisis: রাশিয়ার দিক থেকে বোমা হামলা, পালালেন ইউক্রেনের মন্ত্রী

রুদ্ধশ্বাসে দৌড়। সেনা, মন্ত্রী, সাংবাদিক- দৌড়চ্ছেন প্রাণ ভয়ে। দূরে শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। মনে করা হয়েছিল যুদ্ধ পরিস্থিতিতে এবার যবনিকা পড়বে। রাশিয়া…

রুদ্ধশ্বাসে দৌড়। সেনা, মন্ত্রী, সাংবাদিক- দৌড়চ্ছেন প্রাণ ভয়ে। দূরে শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ।

মনে করা হয়েছিল যুদ্ধ পরিস্থিতিতে এবার যবনিকা পড়বে। রাশিয়া দাবি করেছিল, সেনা মহড়া সমাপ্ত। এবার ঘরে ফেরার পালা। কিন্তু সে গুড়ে বালি। ইউক্রেন সীমান্ত এখনও তপ্ত।

বিবিসি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। ঘটনাটি শনিবারের। রাশিয়ার মদতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে দেখা গিয়েছে ইউক্রেনীয় সেনা, মন্ত্রী এবং সাংবাদিকদের দৌড়ের দৃশ্য। ভিডিওটিতে বার ছয়েক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ফাঁকা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন সকলে। সামনে ক্যামেরা পারসন। মেঘলা আকাশ। রক্তাভ দিগন্ত। শুকনো গাছপালার মাঝে কালো রাস্তা। ভয়ের বাতাবরণ। বন্দুক হাতে সেনা মন্ত্রীকে নিরাপদে বের করার চেষ্টা করছেন। রাশিয়ার দিক থেকেই শোনা যাচ্ছিল বিস্ফোরণের শব্দ। শুনসান রাস্তায় সাঁজোয়া গাড়ির যাতায়াত।

ইউক্রেন সরকার জানাচ্ছে দেশের পূর্ব সীমাম্তে রুশ সেনার মদতে রুশপন্থী বিদ্রোহীরা প্রবল হামলা চালাতে শুরু করেছে।

আল জাজিরার খবর, রাশিয়া লাগোয়া ইউক্রেনের দুটি রাজ্য সম্পূর্ণ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এর সীমাম্ত পুরো উন্মুক্ত। হাজার হাজার মানুষ ইউক্রেন ছেড়ে রাশিয়ার দিকে ঢুকছেন। রুশপন্থী বিদ্রোহী গোষ্ঠী বড়সড় হামলা করবে বলেই তৈরি হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সীমান্ত সুরক্ষায় দেশ ততপর।