cancer vaccine: ক্যানসার ও হৃদরোগের টিকা আসছে দ্রুত

ক্যানসার ও বিভিন্ন মারণ রোগের টিকা (cancer vaccine) আগামী পাঁচ বছরের মধ্যেই আবিষ্কারের পথে। এমনই জানাচ্ছেন গবেষকরা। এই ধরণের টিকায় লাখ লাখ মানুষের জীবন বাঁচানো…

corona vaccine

short-samachar

ক্যানসার ও বিভিন্ন মারণ রোগের টিকা (cancer vaccine) আগামী পাঁচ বছরের মধ্যেই আবিষ্কারের পথে। এমনই জানাচ্ছেন গবেষকরা। এই ধরণের টিকায় লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। গবেষকরা বলছেন কোভিড টিকা গবেষণা বিভিন্ন রোগের ক্ষেত্রে টিকা নিয়ে কাজে গতি এনেছে। 

   

মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় সব ধরনের রোগের টিকা দিতে সক্ষম হব। ক্যানসার, হৃদরোগের টিকা ২০৩০ সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে।’

ভ্যাকসিন প্রস্তুতকারকের প্রধান পল বার্টন বলেছেন আমাদের কাছে সেই ভ্যাকসিন থাকবে এবং এটি অত্যন্ত কার্যকর হবে। এটি বহু মানুষের জীবন বাঁচাতে পারে। আমি মনে করি আমরা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে ক্যানসারের টিকা দিতে সক্ষম হব।

তিনি জানান করোনার ভ্যাকসিন আবিষ্কার করা প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন ধরনের টিউমারকে লক্ষ্য করে ক্যানসারের ভ্যাকসিন তৈরি করছে।