Ukraine War: যুদ্ধে যোগ দেবে না আমেরিকা, তবে ন্যাটোকে রক্ষা করবে

ইউক্রেনকে যুদ্ধে সরসারি সমর্থন করবে না আমেরিকা। বুধবার একথা ভোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু…

Ukraine War: যুদ্ধে যোগ দেবে না আমেরিকা, তবে ন্যাটোকে রক্ষা করবে

ইউক্রেনকে যুদ্ধে সরসারি সমর্থন করবে না আমেরিকা। বুধবার একথা ভোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না। বরং তারা জোটশক্তিগুলোর সঙ্গে ন্যাটো অঞ্চলগুলিকে রক্ষা করবে।

বাইডেন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের জোটশক্তিগুলো মিলিতভাবে পূর্ণ শক্তি দিয়ে ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। ইউক্রেনিয়রা সাহসের সাথে লড়াই করছে। পুতিন এই যুদ্ধ লাভবান হতে পারেন, তবে তাকে দীর্ঘমেয়াদে মূল্য চোকাতে হবে। আমাদের বাহিনী ইউক্রেনের জন্য যুদ্ধ করবে না। কিন্তু আমারা ন্যাটো মিত্রদের রক্ষা করব এবং পুতিনকে পশ্চিমে যাওয়া থেকে আটকাব। পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া সহ ন্যাটো দেশগুলির সুরক্ষার জন্য আমরা আমেরিকান স্থল বাহিনী, বিমান স্কোয়াড্রন, জাহাজগুলিকে একত্রিত করেছি।”

Advertisements

ইউক্রেনের সঙ্গে থাকার বার্তা দিয়ে তিনি আরও বলেছেন, “আমেরিকার জনগন ইউক্রেনিয়দের সঙ্গে আছে।” বাইডেন জানান, স্বৈরশাসকরা বিশ্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ যাতে হয়ে দাঁড়ায় তারর জন্য ন্যাটো জোট তৈরি হয়েছে। এই জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র এর সদস্য। ইউক্রেনিয়দের জন্য আগামী কয়েক দিন, সপ্তাহ এবং মাস কঠিন হতে চলেছে। পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে চক্কর দিতে পারেন। কিন্তু তিনি কখনই ইউক্রেনিয়দের মন পাবেন না।