প্রাক্তন KGB এজেন্ট পুতিন বিলুপ্ত সোভিয়েত ফেরাতে চান, ভীত CIA

ইউক্রেন সংকট ঘিরে বিশ্ব জুড়ে প্রশ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির । পুতিন কি বিলুপ্ত কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন ফের তৈরি করতে চলেছেন? সোভিয়েত জামানার কেজিবি গুপ্তচর পুতিনের…

প্রাক্তন KGB এজেন্ট পুতিন বিলুপ্ত সোভিয়েত ফেরাতে চান, ভীত CIA

ইউক্রেন সংকট ঘিরে বিশ্ব জুড়ে প্রশ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির । পুতিন কি বিলুপ্ত কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন ফের তৈরি করতে চলেছেন? সোভিয়েত জামানার কেজিবি গুপ্তচর পুতিনের ভূমিকায় ভীত মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। তাদের আশঙ্কা, ইউক্রেনের জমি দখল করে যেভাবে দুটি ভূখণ্ডকে স্বাধীন বলে তিনি ঘোষণা করেছেন, তাতে বাকি রুশপন্থী দেশগুলি উল্লসিত হবে।

রিপোর্টে এমনও আশঙ্কা করা হচ্ছে, আফগানিস্তানের লাগোয়া দেশগুলি একপ্রকার রাশিয়ার প্রভাবে চলে। এবার ইউক্রেনের জমি কেড়ে পুতিন সোভিয়েত ইউনিয়নের মানচিত্র নতুন করে আঁকছেন। ইতিমধ্যে পুতিন ঘোষণা করেছেন, রাশিয়ার নেতৃত্বে নতুন ইউরোপের মানচিত্র তৈরি হবে।

তবে সোভিয়েত জমানায় ফেরার যে দাবি করা হয়েছে, তা নাকচ করে দিয়েছে মস্কো। পুতিন জানিয়েছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এখনকার স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে এবং রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বিশ্ব জুড়ে প্রচারিত হয়,তিনি পুরনো সোভিয়েত ইউনিয়নের মানচিত্র আঁকছেন নতুন করে।

ইউক্রেনের দুটি অঞ্চলে ঠান্ডা মাথায় দখল করে সেখানে পুতুল সরকার বসিয়েছেন পুতিন। এক্ষেত্রে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ দাবি করেছিল রুশ সেনা হামলা শুরু করবে। তবে প্রাক্তন সোভিয়েত গুপ্তচর পুতিন সবদিকে কূটনৈতিক ভাবে করায় চমকে গেছে সিআইএ। রুশ সেনা হামলা না করলেও তাদের অভিযান চলছে দখলিকৃত এলাকায়।

সিআইএ দাবি করছে, রুশ প্রেসিডেন্ট পুতিন রুশ সাম্রাজ্যে ফিরে যেতে চান। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রুজনিকভ মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেন, তার দেশের দুটি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আরেক ধাপ অগ্রসর হয়েছেন।

Advertisements

এক নজরে বিলুপ্ত কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন:

সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় সমাজতান্ত্রিক দেশ। রাশিয়ায় জার রাজতন্ত্রের ভেঙে যে কমিউনিস্ট সরকার তৈরি হয়, তাদের নেতৃত্বে ১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়ন জন্ম নেয়। ১৯৯১ সাল পর্যন্ত এর অস্তিত্ব ছিল। ১৯৯১ সালে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী।

সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্রের হয়। সেগুলি হলো রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, ইস্তোনিয়া, লাতভিয়া ও লিথুয়ানিয়া।