রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার দাবি “মিথ্যা”, দাবি আমেরিকার

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার দাবিকে “মিথ্যা” বলে অভিহিত করল আমেরিকা। বুধবার বাইডেন প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে। একটি বিবৃতি জারি করে…

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার দাবিকে “মিথ্যা” বলে অভিহিত করল আমেরিকা। বুধবার বাইডেন প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, রাশিয়া বলেছে যে তারা ইউক্রেনের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে। এই দাবির জন্য সারা বিশ্বের মনোযোগ আকৃষ্ট করেছে তারা। কিন্তু আমেরিকার মনে হয় এই দাবি “মিথ্যা”। যদিও আমেরিকার তরফে এর সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র এও জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা তো প্রত্যাহার করেইনি, বরং বাড়িয়েছে। ফের সীমান্তে ৭ হাজার সৈন্য মোতায়েন করেছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে ইউক্রেন সীমান্তে মহড়া করছিল তারা। মহড়া শেষ করে পিছু হটেছে তারা। তাদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছেছে যেখানে জানানো হয়েছে বাহিনী ক্রিমিয়ান উপদ্বীপ ছেড়ে যাচ্ছে।

প্রসঙ্গত মস্কো ইউক্রেন সীমান্তে ১ লক্ষেরও বেশি সৈন্য পাঠিয়েছে। ইউক্রেন সীমান্তে যুদ্ধ হয় হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। যুদ্ধের আশঙ্কায় প্রহর গুনছিল গোটা আন্তর্জাতিক মহল। ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল। আমেরিকার আশঙ্কা ছিল এক-দুদিনের মধ্যেই ইউক্রেনে হতে পারে রুশ হামলা। এরই মাঝে শোনা যাচ্ছে, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করার ঘোষণা করেছে রাশিয়া, সেইসঙ্গে শুরু হয়েছে সেনা প্রত্যাহারের কাজ। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত এমনটাই খবর মিলেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, “সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ইউনিটগুলি, অনুশীলনে তাদের অংশগ্রহণ সম্পন্ন করার পরে, তাদের ছাউনিতে ফিরে যাচ্ছে।”