মার্কিন যুক্তরাষ্ট্রের(US) প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়়া ভাষায় আক্রমণে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন বাইডেন ‘এনিমি অব দ্য স্টেট’।
বিবিসির খবর, শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, তার বিরুদ্ধে এফবিআইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট বাইডেন।
ফক্স নিউজের খবর, গত আগস্ট মাসে ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ি থেকে গোপন দলিলপত্র উদ্ধারের জন্য হানা দেয় এফবিআই। এর জেরে প্রবল ক্ষুব্ধ ট্রাম্প। এর পরেই তিনি প্রকাশ্যে বা়ইডেনকে দেশের শত্রু বলেছেন।
বিবিসির খবর, রিপাবলিকান পার্টির সমাবেশে ট্রাম্প ভাষণ দেওয়ার সময় বলেন, তাঁর বাড়িতে এফবিআই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রেরে ইতিহাসে কোনও প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের এক নজির।