ইউক্রেন সংকটের মাঝেই মস্কো সফর, ইমরানকে বার্তা আমেরিকার

ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে চাপানউতোর চলছে। এই উত্তেজনার মধ্যেই মস্কো সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তা নিয়ে তাঁকে নরমে-গরমে জবাব দিল…

Pakistan's PM Khan

ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে চাপানউতোর চলছে। এই উত্তেজনার মধ্যেই মস্কো সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তা নিয়ে তাঁকে নরমে-গরমে জবাব দিল আমেরিকা।

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বুধবার বলেন, যে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ সমস্ত দেশের কর্তব্য। আমেরিকা পাকিস্তানকে “রাশিয়ার নতুন করে ইউক্রেনে আক্রমণ” সম্পর্কে তার অবস্থান জানিয়েছিল। বিশ্বের প্রতিটি দায়িত্বশীল দেশের দায়িত্ব হল এ নিয়ে উদ্বিগ্ন হওয়া। ইউক্রেনের জন্য পুতিনের পদক্ষেপের আপত্তি জানানোও দেশগুলির দায়িত্ব। আমরা রাশিয়ার ইউক্রেনে নতুন করে আক্রমণের বিষয়ে আমাদের অবস্থান পাকিস্তানকে জানিয়েছি। যুদ্ধ ছেড়ে কূটনীতির পথ অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করছি।”

বুধবার দুদিনের সফরে রাশিয়া গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২৩ বছরে এই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর রাশিয়া সফর। ইমরান খান তাঁর সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। বিষয়টি নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, “আমেরিকা ও পাকিস্তানের দীর্ঘ অংশীদারিত্ব ও সহযোগিতা রয়েছে। আমেরিকার জন্য আমরা একটি সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক পাকিস্তানের সাথে আমাদের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ বলে মনে করি।”