Ukraine War: যদি ইউরেনিয়াম পাঠানো বন্ধ করে রাশিয়া, মার্কিন মুলুকে আশঙ্কার ‘আঁধার’

কম খরচে বিদ্যুৎ দিতে রুশ ইউরেনিয়ামে ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের। পরমাণু অস্ত্রেরও অন্যতম উপকরণ। তার থেকেও বড় বিষয় রাশিয়া যদি সরবরাহ বন্ধ করে তাহলে গোটা মার্কিন…

কম খরচে বিদ্যুৎ দিতে রুশ ইউরেনিয়ামে ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের। পরমাণু অস্ত্রেরও অন্যতম উপকরণ। তার থেকেও বড় বিষয় রাশিয়া যদি সরবরাহ বন্ধ করে তাহলে গোটা মার্কিন মুলুকে আঁধার নামতে পারে। সাতপাঁচ ভেবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে, মার্কিন পারমাণবিক বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলো তদবির চালাতে শুরু করল।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুতের দাম কম রাখার ক্ষেত্রে সস্তায় ইউরেনিয়াম পাঠানোর মূখ্য ভূমিকা রাখে রাশিয়া। এই সরবরাহ যেন অব্যাহত থাকে, এর জন্য প্রেসিডেন্টকে সতর্ক করে দিল দেশটির বিদ্যুত সংস্থাগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট (এনইআই) রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে কোনওরকম নিষেধাজ্ঞা চায় না বলেই জানিয়েছে।

রয়টার্সের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আছে তা সচল রাখতে প্রয়োজনীয় ইউরেনিয়ামের প্রায় অর্ধেকই আসে রাশিয়া ও তাদের মিত্র কাজাখস্তান ও উজবেকিস্তান থেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২০২০ সালে এই দেশগুলো থেকে প্রায় ১ কোটি ৩ লাখ কিলোগ্রাম ইউরেনিয়াম কিনেছে সরকার। এর থেকে দেশটির মোট বিদ্যুতের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়েছে। কোনওভাবেই যাতে এর ঘাটতি না হয় এমনই বার্তা সরকারের কাছে পাঠিয়েছে মার্কিন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো।

বিবিসির খবর, রুশ বাহিনী প্রতিবেশী ইউক্রেনে হামলা শুরু করার পর ওয়াশিংটন ও তার বন্ধু দেশগুলি মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইউরেনিয়াম বিক্রি ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনকে ছাড় দেওয়া হয়েছে।