US: গুলিতে খতম পাক বংশজাত বন্দুকধারী, টেক্সাসে বহু পণবন্দি উদ্ধার

হামলাকারীর বোন জঙ্গি চিহ্নিত হয়ে জেলবন্দি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি উপাসনালয়ের পণবন্দি করে রাখা নাগরিকদের মুক্ত করল পুলিশ। (US)

টেক্সাসের একটি ইহুদি উপাসনালয়ে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। সিনাগগ থেকে প্রচণ্ড বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। বেশ কয়েকজনকে পণবন্দি করে রেখেছিল সেই ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী পাঠানো হয়।

   

বিবিসি বলছে, পণবন্দির ছক করা ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক লাইভে ওই ব্যক্তি তার বোনের মুক্তির দাবি জানায়।

কী কারণে এমন ঘটনা? জানা গিয়েছে, আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আফিয়া সিদ্দিকীকে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেয় মার্কিন আদালত। তাকে মুক্ত করতেই এই পণবন্দি ছক। আফিয়া সিদ্দিকীকে নিজের বোন বলে পরিচয় দেয় হামলাকারী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন