UP Poll: বিজেপি ছাড়লেন আরও এক ক্যাবিনেট মন্ত্রী

উত্তরপ্রদেশে আবারও ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন আরও এক ক্যাবিনেট মন্ত্রী। ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। রাজ্যপালকে তিনি একটি চিঠি লিখেছেন, সেই চিঠিতে যোগী…

উত্তরপ্রদেশে আবারও ধাক্কা খেল বিজেপি। দল ছাড়লেন আরও এক ক্যাবিনেট মন্ত্রী। ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর।

রাজ্যপালকে তিনি একটি চিঠি লিখেছেন, সেই চিঠিতে যোগী সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সিং। তিনি চিঠিতে দলিত, অনগ্রসর ও যুবকদের উপেক্ষা করার অভিযোগ করেছেন। দারা সিং চৌহান জানান, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মন্ত্রিসভায় বন পরিবেশ ও পশুস্বামী মন্ত্রী হিসেবে আমি আমার বিভাগের উন্নতির জন্য পূর্ণ মনোযোগ সহকারে কাজ করেছি, কিন্তু সরকারের অনগ্রসর, সুবিধাবঞ্চিত, দলিত, কৃষক এবং বেকার যুবকদের চরম মনোভাবের পাশাপাশি অনগ্রসর ও নিপীড়িতদের সংরক্ষণ আমার পছন্দ হয়নি। তাই আমি উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি।”

উল্লেখ্য, দারা সিং চৌহান এক সময়ে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টিতেও ছিলেন। প্রথমে তিনি বিএসপি থেকে এমএলসি, তারপর রাজ্যসভায় যান। পরে বিএসপি চলে যাওয়ায় এবং সপা-তে যোগ দেন সিং এবং ঘোসি আসন থেকে সাংসদ হন। এরপর ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি ২০১৭ সালে বিজেপি-তে যোগ দেন এবং মৌ জেলার মধুবন আসন থেকে বিধায়ক হন। উল্লেখ্য, মঙ্গলবারই শ্রম ও পরিষেবা মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। মৌর্য পদত্যাগের পর তাঁর ঘনিষ্ঠ বলে বিবেচিত আরও তিনজন বিধায়কও বিজেপি থেকে পদত্যাগ করেন এবং মৌর্যর সঙ্গে রয়েছেন বলে দাবি তোলা হয়েছে।

গতকাল এনসিবি নেতা শরদ পাওয়ার জানান, অন্তত ১৩ জন বিজেপি বিধায়ক দলত্যাগ করতে চলেছেন। তাঁর মন্তব্যের পরে লখনউ সরগরম। কারণ, শারদ পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে বারবার পাশার দান উল্টে দিয়েছেন। তিনি জাতীয় রাজনীতিতে প্রভাব রাখেন। পাওয়ারের মন্তব্যের পর উত্তরপ্রদেশের রাজনীতিতে আরও তুলকালাম পরিস্থিতি। গতকাল যোগীর মন্ত্রিসভার হেভিওয়েট স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করেন। তিনি যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। তাঁকে দলে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। পদে পদে এনসিপি নেতার কথা যে সত্যি হচ্ছে তা বলাই বাহুল্য।