Sunday, December 7, 2025
HomeUncategorizedUP Election 2022: রাহুল গান্ধীর সঙ্গে বিয়ের গুজবে উঠে আসা অদিতি বিজেপিতে

UP Election 2022: রাহুল গান্ধীর সঙ্গে বিয়ের গুজবে উঠে আসা অদিতি বিজেপিতে

- Advertisement -

কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অবিবাহিত সেকথা প্রায় সকলেই জানেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেককিছুই অজানা। একসময়ে সোনিয়া পুত্রের বিয়ের গুজব সাড়া ফেলেছিল বিভিন্ন মহলে। যার নামের সঙ্গে এই গুজব ছড়িয়েছিল সেই অদিতি আজ বিজেপির সদস্য। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন তিনি।

একদা রাহুল ঘনিষ্ঠ হিসেবে বেশ পরিচিত ছিলেন রায়বারেলির প্রাক্তন বিধায়ক তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা অখিলেশ সিং-এর কন্যা অদিতি সিং। কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। দলে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ভরসা দেখিয়ে নির্বাচনের লড়ার টিকিট দিল বিজেপি নেতৃত্ব। উত্তরপ্রদেশের নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র রায়বারেলি থেকেই বিজেপির হয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন অদিতি। শুক্রবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানেই অদিতি সিং-এর নাম ঘোষণা করা হয়।

   

২০১৭-র নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করে রায়বারেলির বিধায়ক হন অদিতি। প্রিয়াঙ্কা গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়েই চাকরি ছেড়ে রাজনৈতিক জগতে পা দেন তিনি। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় সহজেই টিকিট পেয়ে যান অদিতি। কয়েক বছর আগে রাহুল গান্ধীর সঙ্গে একটি ছবি ঘিরে জোর বিতর্ক শুরু হয়। ওই ছবিতে রাহুল ও অদিতির সঙ্গে তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও দেখা যায়। তখন থেকেই জল্পনা শুরু হয় তাঁদের বিয়ের কথা চলছিল। যদিও, অদিতি নিজে সেই জল্পনা থামিয়ে মন্তব্য করেন, রাহুল গান্ধী তাঁর কাছে একজন দাদা, গুরুজনের সমান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular