HomeUncategorizedপেটে জমছে অবাঞ্ছিত মেদ! মাত্র ১৫ দিনে ঝড়িয়ে পান স্লিম ফিট ফিগার

পেটে জমছে অবাঞ্ছিত মেদ! মাত্র ১৫ দিনে ঝড়িয়ে পান স্লিম ফিট ফিগার

- Advertisement -

নানান কারণে শরীরের নানা প্রান্তে মেদ জমাটা কোনও বিষয়ই নয়। কারণে অকারণে মোটা হওয়াটা বেশ কিছু মানুষের কাছে নিত্য সমস্যা। কিন্তু শরীরের গরণ নিয়ে মাথা ব্যথার অন্ত নেই। ভালো পোশাক থেকে শুরু করে পার্ফেক্ট ফিগার, নিজেকে ধরে রাখতে কত কি না করে থাকেন অনেকে। তবে নিয়ম মেনে যদি কয়েকটা দিন নিম্নলিখিত টিপসগুলো ব্যবহার করা যায়, তবে নিঃসন্দেহে পাওয়া যাবে পার্ফেক্ট ফিগার।

কী কী করবেন, রইল সেই তালিকা-
প্রত্যহ সকালে এক গ্লাস গরম জলে মধু ও পাতিলেবু মিশিয়ে খান। এই শরবত আপনার বিপাক ক্রিয়া বাড়িয়ে পেটের মেদ ঝড়াতে সাহায্য করবে।
সাদা চালের ভাতের বদলে ব্রাউন রাইস, ডালিয়া, ওটস জাতীয় শস্য খাওয়ার অভ্যাস করুন।
চিনি খাওয়া বন্ধ করতে হবে। সর্বোপরি মিষ্টি, চকোলেট, আইসক্রিম এসব খাওয়া থেকে বিরত থাকতে হবে।

   

উচ্চ তেলযুক্ত খাওয়ার এবং কোল্ড ড্রিঙ্কস আমাদের পেট এবং উরুতে চর্বি জমিয়ে রাখে। তাই এই জাতীয় খাওয়ার খাদ্য তালিকায় না থাকাই শ্রেয়।
শরীরের বিপাকের হার বৃদ্ধি এবং রক্তের বিষাক্ত উপাদানগুলিকে দূর করতে সাহায্য করে জল। তাই নিয়মিত, নির্দিষ্ট সময় অন্তর সঠিক পরিমাণ জল পান করলে দেহের অতিরিক্ত মেদের হাত থেকে মুক্তিলাভ সম্ভব।
দারচিনি, আদা, গোলমরিচ যুক্ত ঝাল খাওয়ার খান। এই জাতীয় মশলা আপনার দেহে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে।

প্রতিদিন সকালে দুই কোয়া রসুন খালিপেটে চুষে খান। এর পর লেবু ও মধুর শরবত পান করুন। এর ফলে দেহে রক্ত প্রবাহ সচল থাকে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিতি হাঁটার অভ্যাস করা এবং প্রাণায়াম ও সুর্য নমস্কারের মত কিছু ব্যায়াম করার সু অভ্যাস তৈরি করা।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular