Ukraine War: রাশিয়ার রকেট হামলায় প্রয়াত ইউক্রেনের অভিনেত্রী

রাশিয়ার রকেট হামলায় প্রয়াত ইউক্রেনের অভিনেত্রী। কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের অভিনেত্রী ওকসানা শ্বেতসের প্রাণ যায়।

Advertisements

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, তাঁর দল, ইয়ং থিয়েটার, একটি বিবৃতি জারি করেছে। সেখানে লেখা হয়েছে, “কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট ছোড়ার সময়, ইউক্রেনের একজন যোগ্য শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন।” হলিউড রিপোর্টার অনুসারে, মিসেস ওকসানার বয়স ছিল ৬৭ বছর। তিনি ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মানে ভূষিত হয়েছিলেন। এই সম্মানের ইংরেজি তর্জমা করলে হয় ‘Honored Artist of Ukraine’।

   

গতকাল ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটার হলে হামলা চালায় রুশ বাহিনী। সেই থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলার পর হলটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানাচ্ছে এই খবর। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে জানান এই তথ্য। তিনি বলেন, বোমা বিস্ফোরণের আগে আনুমানিক এক হাজারের বেশি লোক থিয়েটারে আশ্রয় নিয়েছিলেন। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements