ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা (Ukraine war) করেছে। হামলায় এখন পর্যন্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি। কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও বিবিসি এই খবর জানিয়েছে।
এপি ও আলজাজিরার খবর, খারকিভ ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পরমাণু গবেষণা চুল্লিতে রুশ সেনারা হামলা চালিয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ফলে পরমাণু চুল্লির গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
এর আগে ইউক্রেনের বিশ্ববিখ্যাত চেরনোবিল পরমাণু গবেষনা কেন্দ্র দখল করে রুশ সেনা। সোভিয়েত আমলে এই চেরনোবিলে বিপর্যয় বিশ্বকে নড়িয়েছিল।