রাশিয়ার সেনাকে হাজার হাজার মানুষের মৃতদেহ ট্যাংকের চাকায় থেঁতলে, পিষে, গুলি করে মেরে কিয়েভ শহরে ঢুকতে হবে। এমনই দাবি করছেন ইউক্রেনের রাজধানী শহরের বাসিন্দারা। তাদের হাতে মলোটভ ককটেল।কিয়েভ তৈরি। (Ukraine War) রয়টার্স জানাচ্ছে, কিয়েভে গণহত্যার ভয়াবহ নজির তৈরি হতে যাচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার টেকনোলজিক্যাল সেন্টার ও স্পেশাল অপারেশন ইউনিটে উচ্চ পর্যায়ের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা ইউক্রেনের বাসিন্দাদের অনুরোধ জানাই, যারা রাশিয়ার বিরুদ্ধে উস্কান্কে জাতীয়তাবাদীদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এবং কিয়েভের বাসিন্দা যারা রিলে স্টেশনের পাশে বসবাস করেন তারা যেন ঘর ছেড়ে যান।
বিবিসি জানাচ্ছে, বিশাল রুশ সেনা বহর এগিয়ে আসছে ইউক্রেন রাজধানীর দিকে। তুমুল সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি হবে কিয়েভে।