Ukraine War: হামলাকারী রুশ সেনাদের যেমন করে মারা হচ্ছে ইউক্রেনে

Ukraine army

ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। (Ukraine War) কিন্তু বুচা শহর থেকে ১০ কিলোমিটার দূরে দিমিত্রিওকা গ্রামে কয়েকজন রুশ সেনাকে হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ এলো। ভাইরাল হওয়া ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

নিউ ইয়র্ক টাইমস, ফক্স নিউজ সহ বিভিন্ন সংবাদমাধ্যম এই রুশ সেনাদের খতম করার ভিডিওটি সঠিক বলে নিশ্চিত করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে শোনা যায়, সে (রুশ সেনা) এখনও বেঁচে আছে। এই ডাকাতের ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।ইউক্রেনের আরেক সেনা আহত রুশ সৈন্যকে দেখিয়ে বলে, সে এখনও বেঁচে আছে।এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সেনাকে দুই রাউন্ড গুলি করে এ সময় রুশ সেনার দেহ কেঁপে ওঠার পর তার শরীরে আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এই ভিডিওতে পেছনে হাত বাঁধা অন্তত তিনজন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

   

ইউক্রেনের বুচা শহরের নাগরিকদের মৃতদেহের ছবি থেকে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, রুশ সেনারা ওই শহরে গণহত্যা করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। এবার এলো রুশ সেনাদের খতম করার ভিডিও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন