Sri Lanka Crisis: দাদার মতো আমাদের সাহায্য করেছে ভারত: জয়সূর্য

ডিজেলের ভাণ্ডার নিঃশেষ হয়ে যাওয়ায় থমকে গিয়েছিল শ্রীলংকার (Sri Lanka) বিদ্যুৎ উৎপাদন। বন্ধ হয়ে গিয়েছিল গণপরিবহণ। ওষুধপত্রের অভাবে হাসপাতালে বন্ধ হয়ে গিয়েছিল জরুরি অপারেশন। চাল-ডালের…

Jayasuriya

ডিজেলের ভাণ্ডার নিঃশেষ হয়ে যাওয়ায় থমকে গিয়েছিল শ্রীলংকার (Sri Lanka) বিদ্যুৎ উৎপাদন। বন্ধ হয়ে গিয়েছিল গণপরিবহণ। ওষুধপত্রের অভাবে হাসপাতালে বন্ধ হয়ে গিয়েছিল জরুরি অপারেশন। চাল-ডালের অভাবে হাঁড়ি চড়ছিল না মানুষের। এই অবস্থায় শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছিল ভারত। ডিজেল থেকে শুরু করে চাল-ডাল, ওষুধ পাঠিয়েছে নয়াদিল্লি। ভারতের এই সাহায্যের ভূয়সী প্রশংসা শোনা গেল সে দেশের দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের গলায়।

বৃহস্পতিবারও শ্রীলঙ্কা জুড়ে প্রবল বিক্ষোভ চলছে। দেশবাসীর দাবি, অবিলম্বে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ করতে হবে। যদিও প্রেসিডেন্ট দেশবাসীর দাবি মেনে পদত্যাগ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। সূত্রের খবর, চলতি আর্থিক সঙ্কট থেকে কিভাবে মুক্তি মিলতে পারে সে ব্যাপারে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ শুরু করেছেন রাজাপাকসে।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা এবং ওপেনার সনৎ জয়সূর্য এদিন ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। জয়সূর্য বলেছেন, এই বিপদের দিনে ভারত বড় দাদার মত আমাদের পাশে থেকেছে। এই সঙ্কটের মধ্যে যেভাবে আমাদের সাহায্য করেছে তাতে ভারতের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমরা ভারতের কাছে কৃতজ্ঞ।

শ্রীলঙ্কাকে আরও সাহায্য করতে ভারত ফের ৭৬ হাজার টন জ্বালানি তেল কলম্বোয় পাঠিয়েছে। এছাড়াও ওষুধপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসও পাঠিয়েছে বলে খবর। জয়সূর্য এদিন বলেছেন, দেশে যে বিপর্যয় নেমে এসেছে তা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। গোটা দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কে এই বিপর্যয় মোকাবিলায় যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেট তারকা।

চলতি সঙ্কটের মধ্যেই বুধবার রাতে দেশ ছেড়েছেন নিরুপমা রাজাপাকসে। তিনি দুবাই রওনা দিয়েছেন বলে খবর। নিরুপমা গোতাবায়া ও মাহিন্দার সম্পর্কিত বোন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা সরকারের মন্ত্রী ছিলেন তিনি।