HomeUncategorizedUkraine War: ইউক্রেনের কামানের গোলায় বেসামাল রুশ বাহিনী পিছোচ্ছে ক্রমাগত

Ukraine War: ইউক্রেনের কামানের গোলায় বেসামাল রুশ বাহিনী পিছোচ্ছে ক্রমাগত

- Advertisement -

এত শক্তি কী করে পেল ইউক্রেনীয় সেনা? বিশ্ব জুড়ে উঠতে শুরু করল সেই প্রশ্ন। দেশটির সেনা এবার স্থলভাগে রাশিয়ার উপর প্রত্যাঘাত (Ukraine War) শুরু করেছে।

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেন বাহিনী। রুশ বাহিনীকে তারা এত দূরে ঠেলে দিয়েছে যে, সেখান থেকে গোলাবর্ষণ করেও খারকিভে পৌঁছাতে পারছে না রুশ বাহিনী। তবে ইউক্রেনের খারকিভে ৭০ দিন ধরে রুশ সেনারা গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভের মতো রাশিয়ার বাহিনী খারকিভ থেকে পুরোপুরি সরে যায়নি।

   

ইউক্রেনের কামানের গোলায় ধংস পুরো রুশ গ্রাম। বিবিসি জানাচ্ছে, বৃহস্পতিবার প্রথমবার রাশিয়ার মাটিতে হামলা করে শুরু করে ইউক্রেন।

বিবিসি জানাচ্ছে, রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের হামলা হয়। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে,বেলগরদ অঞ্চলের সলোখিতে ইউক্রেনের গোলাবর্ষণের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

তাস আরও জানাচ্ছে, ইউক্রেনের হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। গ্রামে হামলার ঘটনা ঘটেছে তা ইউক্রেনের সীমান্তের খারকিভ থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত। একজন নিহত। আহত হয়েছেন আরও তিনজন।

রয়টার্স জানাচ্ছে,রাশিয়া থেকে ইউক্রেনের মধ্যে দিয়ে যেসব পাইপ লাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ হতো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লাইন বন্ধ করে দিচ্ছে ইউক্রেন। এই পাইপ লাইন দিয়ে ইউরোপে রাশিয়ার রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular