Ukraine War: রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা, জানাল ইউক্রেন

রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে ঢুকে পড়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইট বার্তায় বলা হয়েছে, ‘শত্রুরা’ এখন ওবোলোনে পৌঁছে গেছে। এটি…

ukraine 2 Ukraine War: রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা, জানাল ইউক্রেন

রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে ঢুকে পড়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইট বার্তায় বলা হয়েছে, ‘শত্রুরা’ এখন ওবোলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, কিয়েভের পার্লামেন্ট থেকে নয় কিলোমিটার দূরে।

ইউক্রেনের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রাশিয়া বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। নিজেদের নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে। যেসব ব্যবস্থা আছে তা এক নিমিষেই মিটিয়ে দিয়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনে প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো বাহিনী অবশিষ্ট নেই। দেশটির আকাশসীমা এখন পুরোপুরি রাশিয়ার দখলে।

 

   

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, স্থানীয়রা যেন মলোটভ ককটেল তৈরি করে পাল্টা লড়াই শুরু করে। সেই সঙ্গে অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যও পরামর্শ দিয়েছে। শান্তিপ্রিয় বাসিন্দারা-সতর্ক থাকুন। বাসা ছেড়ে বাইরে বের হবেন না।

রুশ অভিযানের দ্বিতীয় দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভ অবরুদ্ধ হয়ে পড়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন রাজধানী শহরটি রাতভর ভয়াবহ রকেট হামলার শিকার হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সরকারের কাছে তথ্য রয়েছে যে, রুশ সেনার ‘বিধ্বংসী গ্রুপ’ কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। আর মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, শহরটি অবরুদ্ধ হয়ে পড়তে পারে।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান রুশ অভিযানে তার দেশের ১৩৭ জন সেনা ও বেসামরিক নিহত হয়েছে। তবে এই হিসাব কিয়েভে রাতভর হামলা চলার আগের।