Ukraine War: রেল স্টেশনে যাত্রীদের উপর রুশ মিসাইল হামলা, রক্তাক্ত পরিস্থিতি

পুর্ব ইউক্রেনের (Ukraine War) ডোনেৎস্কের এক রেলস্টেশনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩৫ জনের বেশি নিহত। আহত হয়েছে শতাধিক। আল জাজিরা জানাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ।

রুশ বাহিনী ক্রামাতোর্স্ক শহরের ওই রেলস্টেশনে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। কেননা শত শত লোক শহর ছেড়ে যাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল।
এই হামলা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘সীমাহীন শয়তান’ বলে বর্ণনা করেছেন।  

   

ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন জানান, ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে হামলা হয়েছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন।  বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।

ডোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এই রেল স্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছিল।

ইউক্রেনের লুহানস্ক ও ডোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৪৪ দিনে পড়েছে হামলা। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন